ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, January 6, 2021

 


"কথার জালে"

শুভ জিত দত্ত



কথার মাঝে জড়িয়ে ফেলো

দুঃখ গুলো ভুলিয়ে রাখো

রাজ্যের যতো কষ্ট গুলো

ভুলে থাকি যখন তুমি যখন

আপন মনে কথা বলো


হঠাৎ করেই মাঝে মাঝে

কোথায় তুমি হারিয়ে যাও

তখন জানো কষ্ট গুলো

খুব দ্রুত জড়িয়ে ফেলে

কখনো যে বুঝবে তুমি


মাঝে মাঝে ভাবি বলব

আমার জমানো কিছু কথা

কিন্তু মজে যেতাম তোমার

কথাতে ভুলেই গেছি সবই

আমার কথা হারিয়ে যেত


একদিন যদি সামনাসামনি

তুমি এসে হঠাৎ দাঁড়াও

দেখ কেমনে থামিয়ে দেবো

শুরু করবো আমি আর নীরব

দর্শক হয়ে চেয়ে থাকবে তুমি।।

No comments:

Post a Comment