মিনির বিয়ে
শুভ জিত দত্ত
লিমার ছিলো ছোট্ট মিনি
বিয়ে দেবে আজই,
লগ্ন আছে দিনের শেষে
জামাই আসবে কালই।
দেখতে শুনতে খুবই ভালো
অনেক কাজের মেয়ে,
ছেলে হলো ইঁদুর ধরে
চলে শিকার খেয়ে।
লিমার বিড়াল চালাক চতুর
আছে একটু রাগী ,
সেদিন মাছের পেটি খেয়ে
এখন আবার দাগী ।
ওদের সংসার চলছে ভালোই
মধ্যে মাঝে অমিল,
মিনির জামাই আছে ভালো
করে শুধু গরমিল।
No comments:
Post a Comment