ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, February 24, 2021

 

হঠাৎ হারিয়ে যাওয়া

শুভ জিত দত্ত


এতোটা কাছ থেকেও হারালে

মনের গভীরে সেইতো ছিলাম

খুব কাছেই রেখেছিলে 

যত টা কাছে থাকলে কাউকে

হারানো হয় তো অসম্ভব


হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি

মাঝেও পরম তৃপ্তি ছিলো

তাই হয় তো বার বার ছুটে

আসতে হতো সেই সুদূর থেকে

তোমার টানের অনুভবে


তবু কেন এতো অভিমান গুলো

রেখেছিলে জমিয়ে বলোনি তো

কখন তোমার কষ্টের কথা গুলো

চেষ্টা করতাম কিছুটা হালকা 

করতে তোমায় সুযোগ পেলামনা।।


No comments:

Post a Comment