ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, February 19, 2021

 "খুঁজে ফেরা"

শুভ জিত দত্ত


অচেনা আর অগোচরে 

থেকে গেলে আড়ালে

খুঁজে ফিরি মনে মনে

গহীন অন্তড়ালে


কবে তুমি দেখা দেবে

কতটা সময় বাকি

কিভাবে আসবে কাছে

বলবে কিছু তাকি


নাকি হতাশায় ভুগবো  

না পাওয়ার ক্ষোভে

শুধু তুমি ছাড়া পড়িনি 

কোন মিথ্যা লোভে


বলবে তুমি সত্যি করে

আসতে দেরি কতো  

অপেক্ষা গুলো দিনে দিনে

যাচ্ছে বেড়ে ততো।।




No comments:

Post a Comment