ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, February 5, 2021

 অগোছালো আমি

শুভ জিত দত্ত


আমি বোধহয় বড্ড আপনভোলা

হঠাৎ হঠাৎ নিজেকে হারিয়ে ফেলি

বেখেয়াল হয়ে থাকি সকাল সন্ধ্যা


আর অগোচরে সময়ে অসময়ে 

আমার ভাবনার মধ্য মনি তুমি

তাই এই উদাসীনতা ভর করেছে


সেদিনোও নিজের প্রতি নিজেই বড্ড

খুব যত্নবান ছিলাম গুছিয়ে রাখতাম 

নিজেকে অন্যদের থেকে কিছু বেশি


সেদিন না তুমি না আসলে এতটা

হয়তো আপন ভোলা হোতাম না

থাকতাম বড্ড গোছালো হয়ে।।




No comments:

Post a Comment