ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, February 24, 2021

 "খুশির ঈদ"

শুভ জিত দত্ত


প্রতীক্ষার পালা শেষে‌

আসে খুশির ঈদ

ঈদ তাই মহাখুশির

আনন্দে মেতে ওঠা


ধনী গরিব নাইরে ভাই

এক কাঁতারে দাঁড়ায়

নামাজ শেষে কোলাকুলি

বিভেদ ভুলে আজই


এদিক ওদিক ঘোরাঘুরি

খুশির সীমা নেই

হরেক রকম আয়োজনে

আনন্দে আত্মহারা


ঈদ মানেই মহা খুশির

মহা মিলন মেলা

উৎসবের এই আয়োজনে

আমরা সবাই সামিল।। 

No comments:

Post a Comment