ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, March 6, 2021

 খোকার ডাকে

-শুভ জিত দত্ত


খোকা আমার ডাকলো এবার

যায় কি থাকা ঘরে,

ফেলে রেখে এগিয়ে যাওয়া

আমার দেশের তরে।


জীবন বাজি রেখে এবার

নমবো যুদ্ধ জয়ে,

ওদের হাতে অস্ত্র দেখে

থাকবো নাকো ভয়ে।


যুদ্ধ জয়ের পরে তবে

ফিরবো আমি ঘরে,

আমার এবার দামাল ছেলে

থাকবো না আর সরে।।



No comments:

Post a Comment