ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, March 21, 2021

 


"খোকার বাদড়ামি"

শুভ জিত দত্ত


নদীর পাড়ে গাছের ডগায়

খোকার দেখা মেলে,

গুলতি দিয়ে মারে খোকা

রাস্তা দিয়ে গেলে।


লিচুর বাগান সাবার করে

দেখতে দেখতে মাঠের,

হাতুড়ি নিয়ে দাদুর ঘরে

ভাঙে পায়া খাটের।


আদর পেয়ে হচ্ছে বাঁদর

খরচ যাচ্ছে বেড়ে,

বললে কিছু মুখের পরে

এমনি যাচ্ছে তেড়ে।


মায়ের বকুনি খেতে খোকার

বড্ড ভালো লাগে,

চোখের আড়াল হলেই পরে

তেমনি খোকা ভাগে।।






No comments:

Post a Comment