ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, March 23, 2021

 "কাজের ছেলে"

শুভ জিত দত্ত


আমার পাড়ার সোনার ছেলে

নামের বাহার কাজে,

চেনা যাবে দেখলে তাকে

বাহারি নানান সাজে।


ময়লা মাটি পড়লে চোখে

খালি ঘষে মাজে,

সবার সাথে মেলা মেশা

স্বভাব কিছু বাজে।



এতো মিষ্টি ছেলে তবু

ভালো বলে নাজে,

নিজের আড়াল করে খালি

অনেক বেশি লাজে।


বাবার দেখে লুঙ্গি পরে

কুচি দিয়ে ভাঁজে,

এতো কিছুর পরেও নাকি

বলে তাকে বাজে।।




No comments:

Post a Comment