বাবুর মিষ্টান্ন
শুভ জিত দত্ত
হাবুর বাড়ির রাস্তা ধারে
বাবুর দোকান আছে,
সাইন বোর্ডটি রাখা আছে
পাশের একটা গাছে।
হরেক রকম মন্ডা মিঠাই
আছে নাকি ভালো,
বাহারি কতো মিষ্টি আছে
সাদা হলুদ কালো।
দেখতে খাসা মিষ্টি গুলো
খানিক একটু তিতো,
বললে পারে দাদুর কাছে
অনেক খানি দিতো।
শুনতে পেলাম দিচ্ছে নাকি
লাবড়ি সাথে মধু,
শহর থেকে এসছে নাকি
রন্ধন করছে কধু ।।
No comments:
Post a Comment