আমার দুটি লেখা
তুমি তোমার আপন রূপে
জাদুতে মুগ্ধ করো
কোনো এক মায়ার জালে
জড়িয়ে ফেলো
তোমার চোখের ইশারায়
ভুলিয়ে রাখো
যতো জমানো দুঃখ কষ্টের
স্মৃতি গুলো
তোমার শাড়ির ভাঁজে
বেঁধে রাখো
মনের সবটুকু দিয়ে
উজাড় করে রাখো
তাই ছুটে আসি
কোনো এক অচেনা আবেশে
পারি না ঠিক থাকতে
নিজেকে কোনো মতে।।
...........................................................
অপলক দৃষ্টিতে চেয়ে থাকো
কোন এক ইশারায়
জরিয়ে ফেলো
লাল শাড়ির মায়ার বাঁধনে
আটকে তুমি রাখো
তুমি যেন সবার থেকে
রুপে গুণে সেরা
তাই হয় তো বাঁধা পড়ি
ওই রুপের মায়ায়
তোমার কথা শোনার
অপেক্ষা তাই বাড়ছে
ক্রমে ক্রমে
জানি না কবে আবার
দেখা হবে
আর মুগ্ধ হবো
তোমার দিকে চেয়ে থেকে
সব ভুলে যেতে হয়
ওই মুখের দিকে তাকালে।।
No comments:
Post a Comment