মিনতি তোমার কাছে
শুভ জিত দত্ত
কেউ নিঃস্বার্থ নিয়ে
পাশে যদি দাঁড়ায় কখনো
তাকে ফিরিয়ে দিওনা
পারলে কাছে ডাকো
তোমাকে ছাড়া যে
অন্য কিছু বোঝে না
তাকে ভুল ভেবো না
সঙ্গে তাকে রেখো
সব কিছু যে ছাড়তে
পাড়ে তোমার এক কথায়
তাকে কখনো অবহেলার
চোখে দেখো না
আর কিছু না হোক
ক্ষতি সে করবে না
দূরে থেকেও মনে প্রাণে
তোমার ভালো চাইবে।।
No comments:
Post a Comment