ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, June 5, 2021

 ভুলের অবসান

শুভ জিত দত্ত


ঠিক পড়ন্ত বিকেলে বের হবে

হতে নিয়ে কিছুটা সময়

জানি হাজারো ব্যস্ততা তোমার

পিছু ছুটতে থাকে


তবু চলো একটা দিন ,কিছুটা 

হলেও মিটবে মনের খিধে

খুব একান্তে বলল তোমায় 

জমানো হাজারো কথা


তখন একটুও জমবে না

তোমার আমার ভুল বোঝাবুঝি

সম্পর্কে গভীরতা ও বাড়বে

তখন দেখো তুমি।।


কেউ কাউকে আর দোষ

দিতে পারবে না ভুলেও

শুধু বন্ধন হবে জোড়ালে

চলো বের হই।।

No comments:

Post a Comment