ভোটের অভিজ্ঞতা
-শুভ জিত দত্ত
আমার দাদু পেশায় ছিলেন
উকিল লোয়ার কোটে
ইচ্ছা ছিলো এবার তিনি
লড়বে পৌর ভোটে
টাকা কড়ি খরচ করে
শেষে গেলেন হেরে
এখন তিনি ছাগল পোষেন
আস্ত একটা ধেরে
এবার তবে দাদু ঠিকই
মানুষ হলো বটে
ভুলেও তিনি যাবেন না আর
ভোটের মাঠের তটে
সবই খোয়া যাওয়া পরে
বুঝলেন তিনি কিছু
মানুষ গুলো শুধু খালি
ছোট টাকার পিছু।।
No comments:
Post a Comment