ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, July 4, 2021

 বৃষ্টির গান

-শুভ জিত দত্ত



বৃষ্টিরা অঝোর ধারায় ঝরছে ক্রমাগত

ভিজিয়ে দিয়ে মনের কষ্ট যত

বিদায় দিয়ে হাজারো দুঃখ

নতুন ছন্দে বাঁচাতে শেখা


প্রকৃতি তাই তাল মিলিয়ে

গাইছে নতুন সুরে

বাঁধছে ওরা নতুন গান

বৃষ্টির সুরে নতুন কোনো তালে


মেঘের মন খুলে ঝরছে অবিরাম

ধারার মত যখন তখন

থই থই জল কাঁদায়

উচ্ছাসে মন তাই নেচে ওঠে


বৃষ্টি তাই শিখিয়ে গেল নতুন সুরে

নতুনের সাথে বাঁচাতে শেখা

মন তাই খুশির জোয়ার

গাইছে আজ বৃষ্টির গান।।


No comments:

Post a Comment