ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, July 6, 2021

 

বেঁচে থাক সম্পর্ক

-শুভ জিত দত্ত


বহু দূর থেকে খুঁজে নেব

তবু কাছে যাবো না

জানো তো কাছাকাছি হলে নাকি

কতো মধুর সম্পর্ক ছিন্ন হয়ে যায়


তাই দূর থেকে দেখে যাবো

বলবো না ভালো লাগে

তবু বেঁচে থাক আড়ালে থাকা

মধুর সম্পর্ক গুলো


আমার ভালো লাগা হয়ে 

থেকে যেও তুমি

শুধু মনের ভুলে দূর থেকে দেখবো

কখন যাবনা তোমার কাছে


যদি কথা বলাতেই সৃষ্টি হয়

যতো ভুলবোঝাবুঝি

তাহলে থাক না কথা বলা সামনাসামনি বলবো না

মনে মনে বলবো শুধু তোমার সাথে কথা।।

No comments:

Post a Comment