আমাকে ছেড়ে
-শুভ জিত দত্ত
হঠাৎ করে কেন এমন
এতো অচেনা হলি
খুব তো বলেই যেতিস
তুমি ছাড়া চলেনা
এখন আবার কি এমন হলো
আমাকে ছেড়ে থাকিস
নাকি হঠাৎ করে একা থাকা
খুব ভালো শিখে গেছিস
পথ চলতে খুব তো আমাকে
সাথে নিয়ে যেতিস
আমাকে ছাড়া বের হতেও
নাকি খুব ভয় হতো
সেই ভয় কি হঠাৎ চলে গেছে
খুব জানতে ইচ্ছে করে
আর কেমন আছিস তুই
এই আমাকে ছেড়ে।।
No comments:
Post a Comment