ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, December 8, 2022

কবিতা

 নতুন জীবন

-শুভ জিত দত্ত 


তোমার কথায় পেলাম আমি

নতুন পথের দিশা

হারিয়ে ফেলা পথ গুলো 

আবার খুঁজে পাওয়া 


ভুলে ভরা ছিল সবই

আমার যা ছিল জানা

স্বাধীনতা ভাবে বাঁচতে শেখা

তোমার কাছে জানা


ছন্নছাড়া ছিলাম আমি

হতাশার ডুবেছি

বদলে দিলে এই আমাকে 

শুনিয়ে বাঁচার গল্প


এখন আমি জীবনকে আর

তুচ্ছ করে ভাবি না

তুমি ছিলে তুমি থেকো

বাঁচার গল্প হয়ে।।

Sunday, December 4, 2022

কবিতা


  মুক্তির আনন্দ

-শুভ জিত দত্ত 


বন্ধ খাঁচার শৃঙ্খল ভেঙে 

উড়ছে পাখি নীল আকাশে

ডানা মেলে ছুটে চলে

ছড়িয়ে দিয়ে খুশির আবেশ


আনন্দ আর হাসি গানে

কিচিরমিচির গান ধরে

মুখরিত হয়ে নেচে উঠে

তাদের দলের দল পতি 


নতুন হুকুম রাজ্য জুড়ে

ভাঙতে হবে বন্ধ তালা

মুক্তি পাবে খাঁচায় বন্দী

কোকিল টিয়া ময়না শ্যামা


বন্দী জীবন চায় না তারা

মুক্ত হয়ে উড়তে যে চাই

খেয়াল খুশি নেচে নেচে

নীল আকাশে ভাসতে যে চাই।।



Saturday, December 3, 2022

 কষ্টের অবসান

-শুভ জিত দত্ত


অবিকল স্বপ্নের মাঝে দেখা

সেই প্রিয় মুখটি

আমার কাছের খুব চেনা

অনিন্দ্য সুন্দর মুখের ছবি


তোমাকে দেখেছি সবুজের খেতে 

বাতাসে দোলা দিয়ে 

উড়িয়ে দিয়ে চুলের গোছা

সঙ্গী তুমি আজ যে তাদের


প্রকৃতির সাথে তোমার আছে

বন্ধুত্বের মধুর সম্পর্ক

কত দিনের বন্ধন কোনো মতে 

বোঝার উপায় নেই


কোন এক দিন দেখা হবে

খুব সামনে থেকে

হয়তো কথা হবে আবার

চোখের দেখা মনের প্রাপ্তি 


কি আসে যায় কথা বলা

আর না বলার মাঝে

এক পলক দেখার মাঝে 

আছে কষ্টের পরিসমাপ্তি ।।

Monday, November 28, 2022

উত্তেজনার বিশ্বকাপ

-শুভ জিত দত্ত


আনন্দ আর উচ্ছাস নিয়ে 

মেতে ওঠা বিশ্বকাপে

এই নিয়ে তর্ক বিতর্ক 

হচ্ছে চায়ের কাপে


জার্সি থেকে পতাকা

বাহারি সব সাজে

ভিন্ন এক উত্তেজনার পারদ 

আসে সবার মাঝে


মন বসে না কোনো মতে

গোলের আওয়াজ শুনে

যায় কি থাকা ঘরে বসে

প্রিয় দল থাকে মনে


জয়ের মিছিল বেড়িয়ে পড়ে

নিজের দলের জয়ে

হঠাৎ কখন বিষন্ন মন 

হেরে যাওয়ার ভয়ে


আনন্দ আর হাসি গানে‌

দুঃখকে দিলাম ছুটি

বিশ্বকাপের আমেজে তাই

খাচ্ছি অনেক রুটি।।



মায়াবী চোখ 

- শুভ জিত দত্ত 


তুমি যে বসন্তের স্নিগ্ধ সকালে

দেখা সুন্দরের প্রতিচ্ছবি

তোমার মুখে যেন ফুটে ওঠে 

অপরূপ সৌন্দর্যের মহিমা


বিমোহিত হতে হয় কেন জানি

ঐ মায়াবী চোখে

মন কেড়ে নেয় বারে বারে

ঢেউ খেলানো চুলে


অনাবিল সৌন্দর্যের অপেক্ষায় 

অবাক চোখে চেয়ে থাকা

কখন তুমি আসবে আবার 

আমার বাড়ির এ পথ ধরে


চেয়ে থাকা আর কলমের খোঁচায়

তোমাকে নিয়ে লেখা

শুধু পৃষ্ঠা ফুরিয়ে যায়

তবু হয় না লেখা শেষ 


কোন উপমার বাঁধি তোমায়

সাধ্য কি আছে আমার 

মন মানে না লিখেই চলি

শুধু তোমাকে নিয়ে।।







Friday, November 18, 2022

কবিতা

 কাছে‌ পাওয়ার আকুলতা

শুভ জিত দত্ত


তোমাকে খুঁজতে খুঁজতে

আজ বড় ক্লান্ত

বছরের পর বছর 

কখন‌ যে যুগ কেটে গেল

শুধু অধরায় রইলে তুমি


মনের কোণে আঁকা ছবি

তার দেখার আকুলতা

শুধু স্বপ্নেই আসো

খেয়াল খুশি মতো

শুধু বাস্তবে হলো না দেখা


আর এই নিয়ে দিন গোনা 

তুমি আসবে হঠাৎ

কোন এক বসন্তে 

সেদিন আমার হাজারো স্বপ্ন

এক নিমিষেই পূরণ হবে।।



Sunday, October 30, 2022

প্রার্থনা

 ভগবান তোমার চরণে 

ঠাঁই দিও মোরে

একটু দিও‌ আশ্রয় 

তোমা‌ ছাড়া এই জগতে বলো‌

কে আছে বলো

সুখ দুঃখের ভাগিদার হয়ে

থেকো জনম ভর

মানুষ জনম দিলেই তবে

পাপের ভার থেকে তুমি

মুক্তি দিও আমায় 

এতো শোক তাপ কষ্ট গুলো

কি করে সইবো আমি।

ভালোর দিকে আলোর‌ পথে

দেখিও সদা তুমি 

তোমার আশির্বাদ ছাড়া 

এই জগতে কি আমি

চলার ক্ষমতা রাখি

শুভ আশিস দিও তুমি

সারা জনম ভর


সাংসার আমার বৃথা যাবে

তোমাকে না পেলে 

ভগবান সবই দেখ

তবে কষ্ট কেন দাও সদা

এতো কষ্ট দিলেই যখন

সহ্য করার ক্ষমতা দিও

হেসে খেলে কাটাবো আমি

তোমার নাম গানে

যদি তুমি আমার একটু 

ভালো থাকার সুযোগ করে দিও


প্রার্থনা 

-শুভ জিত দত্ত 



কবিতা বন্ধ হোক যুদ্ধ

 


বন্ধ হোক যুদ্ধ

-শুভ জিত দত্ত


যুদ্ধের নামে সহিংসতা

বাড়ছে শুধু দেনা

মহা মূল্যবান তাজা প্রাণ 

যায় কি কখনো কেনা


যুদ্ধের আসর থেকে 

গুলির শব্দ আসে 

প্রতিটা দিন কাটছে যেন

ভয়ানক এক ত্রাসে


এই মরণ দশার মাঝে

করবে কে বা ত্রাণ

বুলেট এসে প্রতিনিয়ত

কাড়ছে তাজা প্রাণ


অস্ত্র নিয়ে ঝনঝনানি

আবার কবে থামবে

একদিন ঠিকই দ্বন্দ্ব ভুলে  

বন্ধুত্বের বন্ধনে বাঁধবে।।




Monday, October 24, 2022

 দূর প্রবাসে

-শুভ জিত দত্ত 

বন্ধু তবে এলেই যখন

থেকে যেও কদিন

আবার গেলে আসবে কবে

তার ঠিকানা নেই


দূর দেশে কখনও কি

আমাদের মনে পড়ে

নাকি সারাদিন শুধু নিজেকে

কাজের মধ্যে ডুবিয়ে রাখো


আমরা কিন্তু বন্ধু তোমার

ফোনের আশায় থাকি

দূর প্রবাসে কেমন আছো

ব্যাকুল হয়ে থাকা


শত কাজের ব্যস্ততার মাঝে 

খোঁজ খবর রেখো

নইলে কিন্তু সম্পর্কের বন্ধন

নিমিষেই মুছে যাবে।।




Monday, October 17, 2022

বন্ধুত্বের স্মৃতি

 প্রিয় বন্ধু 

-শুভ জিত দত্ত


বিপদ এলেই এক নিমিষেই 

ছুটে আসে কাছে

চাওয়া পাওয়া হীন উদ্দেশ্যে

আপন করে নেওয়া


 খারাপ লাগার দিন গুলোতে

তোরা থাকিস পাশে

গল্প আড্ডায় ভুলেই যেতাম

মন খারাপের কারণ


তোদের সাথে পাড়ি দিতাম

দুর্গম কোনো পথে

বন্ধু থাকলে ভয়ের কথা

মাথায় কি আর আসে


বের হতাম দূরের পথে

তোদের সাথে নিয়ে

ব্যস্ততা কে ছুটি দিয়ে

হারিয়ে যেতাম কদিন



ভুলেই যেতাম খাওয়া কথা

হাসি গানের মাঝে

সারা জীবন থাকিস তোরা 

সুখের স্মৃতি হয়ে।।

Friday, October 14, 2022

কবিতা - বৃদ্ধাশ্রমের দরজা

বৃদ্ধাশ্রমের দরজা

-শুভ জিত দত্ত 


ভাই আজ ভাইয়ের ‌সাথে

দিনরাত্রি করছে হানাহানি

বাবা মার আহার জোটে

কটু কথা শুনে


মা বাবা‌র জায়গা এখন

হয়না ছেলের ঘরে

বৌমা এসে দক্ষল করে

মায়ের কোলের ছেলে


দুদিন পর ঘরছাড়া হয়

বৃদ্ধাশ্রম শেষ ঠিকানা

শ্বশুর বাড়ির লোক গুলো 

তখন আপন হবে


যদিও থাকার সুযোগ হয়

ঘরের এক কোণে

ঝি এর মতো খাটতে খাটতে

জীবন প্রদীপ নেভে


বৃদ্ধাশ্রমের দরজা একদিন

ঠিকই বন্ধ হবে

বৌমা শ্বাশুড়ি দ্বন্দ্ব কিন্তু 

একদিন ঘুচে যাবে।।










Tuesday, October 11, 2022

কবিতা

 সুখের সন্ধানে

-শুভ জিত দত্ত

তোমার আকাশ বাঁধন ছাড়া 

মেঘের মতো ভেসে থাকি 

আর রাত দুপুরে স্বপ্ন উড়ায় 


জমতে থাকা কষ্ট গুলো

মনের অজান্তে ঝড়ে পড়ে

চোখের জল বৃষ্টি হয়ে


সুখের দেখা পেলেই কখন

দুঃখের কালো মেঘ গুলো

হঠাৎ কখন সড়ে যায়


কখন তোমার মনের অন্তরালে

ভেসে আসে সাদা মেঘ

সুখের স্মৃতি সাথে নিয়ে ।।

Thursday, September 15, 2022

কবিতা

 স্বার্থের মাঝে

-শুভ জিত দত্ত

নিজেকে নিয়ে ব্যস্ত সবাই 

স্বার্থের পিছু ছোটা

আপন মানুষের সুখ দুঃখ

দেখার সময় নেই তো


বিপদ এলেই মনে পড়ে

স্বার্থ ফুরালে ফুস 

কাজের শেষে সময় হলে

এমনি ছুড়ে ফেলো


আমি এখন বুঝে গেছি

তোমাদের জারিজুরি

পড়ছি না আর তোমাদের

সাজানো কোন ফাঁদে


আমার মতো আমি এখন

নিজেকে ব্যস্ত রাখি

ঢাকলে পড়ে যায় না আর

কারো বিপদে ছুটে।।






Sunday, September 11, 2022

শরৎ এর কবিতা

 শরৎ এর স্মৃতি
-শুভ জিত দত্ত

কাশফুলের সমারোহে তোমাকে নিয়ে
কাটানো অজস্র স্মৃতি ভেসে আসে
মনের মাঝে এই বুঝি শরৎ এলো

সেদিন নীল আকাশে সাদা মেঘেরভীর 
জমানো দেখতে দেখতে সময় কখন 
ফুরিয়ে যেত তার পর ঘরে ফেরা

উৎসবের দিন গুলোতে রঙিন সাজে
তোমাকে দেখা নতুন রূপে এ যেন
এক নতুন তুমি সাদা শাড়ি লাল পাড় 

বছর ঘুরে উৎসব আসে সবাই মাতে
যে যার মতো শুধু তুমি ছাড়া সব 
কিছুই আমার কাছে অসম্পূর্ণই থাকে

না ফেরার দেশে তোমার দেখানো পথে
একদিন আমিও জমাবো পাড়ি সেই দিন
কথা হবে নিয়ে এক রাশ কথার পাহাড়।।



Thursday, September 8, 2022

কবিতা জমানো স্বপ্ন

 জমানো স্বপ্ন

-শুভ জিত দত্ত 


বড় অগোছালো হয়ে গেছে

গোছানো ছিল সবই

কিছু আশার সঞ্চারও ঘটেছিল

নিমিষেই চূর্ণ বিচূর্ণ হলো


সহজে বদলে ফেলা যায় কি‌ সব

ছিল সবই যা সাজানো

কি ভাবেই বা মনকে দ্রুত

পাল্টে ফেলা যায়


দিনে দিনে যেভাবে গড়েছিলে

সেভাবে আছে ঠিকই

হঠাৎ কালো মেঘের দল 

কখন ঘনিয়ে এলো


কেনই বা রুদ্র মূর্তি নিয়ে

হঠাৎ হাজির হলে

জমানো স্বপ্ন গুলো ভাঙলে

কি এমন দোষে


তবু ভালো থেকো তুমি

সুখের স্মৃতি নিয়ে

তোমার দেখার ইচ্ছে গুলো

পোড়ায় নিজেকে খুব।।

Wednesday, August 24, 2022

কবিতা তুমি চাইলে

 তুমি চাইলে

-শুভ জিত দত্ত

বৃষ্টি ভেজা সকাল বর্ণিল হতো

যদি তুমি চাইতে

মেঘ গুলো ভেসে বেড়াতো

তোমার চোখের ইশারায়


তুমি চাইলে রংধনু প্রলেপ 

নিমিষেই ছেয়ে যেতো

শোভা পেতো আকাশ জুড়ে

রঙিন তুলির ছোঁয়া


সাতটি রং এর মেঘেরা এসে

অবলীলায় ভীর জমায়

চির চেনা ছবিটি যেন মনে হয়

শিল্পীর তুলিতে আঁকা


হঠাৎ কখন তুমি দেখবে চেয়ে

অবাক হয়ে রইবে

তোমার জন্য আকাশ কেমন

সেজেছে রঙিন হয়ে


তোমার কে ঘিরে তাদের কত

আয়োজনের শেষ নেই

পূর্ণতা পাক তাদের ইচ্ছা

তোমার পদচারণায়।।







পূজোর কবিতা

 পূজোর ক্ষণ

শুভ জিত দত্ত


আসছে পূজা বছর ঘুরে

মন বসে না কাজে,

নিজেকে তাই মেলে ধরা 

নতুন কোনো সাজে।


ব্যস্ত থাকা এই কটা দিন

পূজোর অনেক কাজে,

ঐ শোনা যায় ও দিক হতে

ঢাকের বাদ্যি বাজে।


দেখতে দেখতে চলেই এলো

প্রহর গোনার পালা,

দেখেছি সেই মায়ের গালায়

রাঙা জবার মালা।


সময় কখন ফুরিয়ে গেল

বুঝে ওঠার আগেই

এখন আবার নতুন করে

ফিরতে হবে কাজেই।।


Tuesday, August 2, 2022

অপেক্ষার প্রহর


অপেক্ষার প্রহর

-শুভ জিত দত্ত-


আসছে ভেসে খুশির হাওয়া 

মনের মাঝে  লাগলো দোলা

উৎসব মানেই মেতে ওঠা

হলাম না হয় বাঁধন হারা


একটা বছরের অপেক্ষার

প্রহর গুনা শেষ হলেই

নিজেকে যেন মেলে ধরা

অন্য কোন নতুন সাজে


হৈ হুল্লোড়ে কাটবে কদিন

দেখতে দেখতে ফুরিয়ে যাবে

ফিরতে হবে কাজের খোঁজে

কর্ম ব্যস্ত কাটবে আবার


অপেক্ষার পালা হৃদয় মাঝে

বার বার ফিরে আসে

উৎসব তাই মনের খেয়ালে

বছর জুড়েই লেগে থাকে।।

Monday, August 1, 2022

কবিতা

মনের মেঘ
-শুভ জিত দত্ত

যেখানে মেঘের আনাগোনায়
মুখরিত হয়ে ওঠে
প্রতিদিনের এর স্বপ্নের মতো
জমা হতে থাকে

কোন মেঘ দিশা হারিয়ে ফেলে
ছুটে চলে অজানায়
কিছু স্বপ্ন পূরণ হলে কিছু থাকে
সব সময় অধরা 

জীবন আর আকাশের মেঘ
কত দিনের সম্পর্ক
দুজনের মনের মাঝে কষ্টের
কালচে মেঘ জমে

সময় অসময়ে ঠিক ঝরে যায়
নিজেকে হালকা করে
চোখের জল অথবা বৃষ্টি হয়ে
একটু সুখের খোঁজে।।মনের মেঘ
-শুভ জিত দত্ত

যেখানে মেঘের আনাগোনায়
মুখরিত হয়ে ওঠে
প্রতিদিনের এর স্বপ্নের মতো
জমা হতে থাকে

কোন মেঘ দিশা হারিয়ে ফেলে
ছুটে চলে অজানায়
কিছু স্বপ্ন পূরণ হলে কিছু থাকে
সব সময় অধরা 

জীবন আর আকাশের মেঘ
কত দিনের সম্পর্ক
দুজনের মনের মাঝে কষ্টের
কালচে মেঘ জমে

সময় অসময়ে ঠিক ঝরে যায়
নিজেকে হালকা করে
চোখের জল অথবা বৃষ্টি হয়ে
একটু সুখের খোঁজে।।

Saturday, July 30, 2022

কবিতা

 





কবিতার পাখি

-শুভ জিত দত্ত


কোন যোগ্যতার মাপকাঠিতে নয়

অযোগ্য দের মাঝে খুঁজে নিও

নিজেকে হয়তো খুব খ্যাতির শিখরে

পৌঁছাতে পারবো কিনা সন্দেহ


তবুও নিরন্তর আশা আর ভরসা 

যেখানে আছে সুখের ঠিকানা

সেখানে স্বপ্ন বুনতে পারো তুমি 

মনের চিলেকোঠার মাঝে


অবাধ স্বাধীনতা ভোগ করতে পারো

বাঁধা হবে না কেউ কখনো

শুধু ভালো রাখার দায়িত্ব টা কিন্তু

আমার কাছে গচ্ছিত তুমি রেখ


চাইলে তুমি কবিতার পাখি হয়ে

আবৃত্তি শোনাবো প্রতি রাতে

শুধু স্বপ্ন দেখানোর ক্ষমতা টুকু

আমার ভালোই আছে 

পূরণ করতে পারি বা নাই পারি।।



Tuesday, July 26, 2022

 শরৎ এর রূপ

-শুভ জিত দত্ত


নীল আকাশে বসেছে আজ

সাদা মেঘের ভেলা

শস্য জোড়া মাঠে এলেই

চোখ জুড়িয়ে আসে


হিমেল হাওয়া দোলা লাগে

দিগন্তের কাশ ফুলে 

প্রাণ জুড়ানো গন্ধ ভাসে

মন মজেছে তাতেই


শিশিরে ফোঁটা ঘাসের ফাঁকে

সূর্যের আলো পড়ে

শিউলি ফুলের মালা গেঁথে

প্রকৃত সেজে ওঠে


শরৎ এলেই চেনা রূপ

মনের মাঝে আঁকা

চেনা ছবি ভেসে আসে

হাজারো


স্মৃতির মাঝে।।








Monday, July 25, 2022

টাকার খেলা



টাকার খেলা

-শুভ জিত দত্ত

মানুষ গুলো কেমন যেন

হচ্ছে বড্ড লোভী

টাকার পিছে ছোটে খালি 

হারাচ্ছে মানবিকতা


লোভের মোহে করছে খুন

দিন দুপুরে ডাকাতি

জীবন নিতে এদের যেন 

মুড়ি মুড়কির খেলা


টাকা ছাড়া ফাইল টা যেন

টেবিল থেকে সড়ে না

এই হচ্ছে অফিস এখন

সব তো টাকার খেলা


অর্থ দিয়ে মানুষ বিচার

করছে আজ ওরা

ভুলে গেছে সবাই মোরা

রক্ত মাংসে গড়া





Wednesday, June 8, 2022

শরৎ কবিতা



শরৎ এলো
-শুভ জিত দত্ত

দেখতে দেখতে আবার এলো শরৎ
কাশ ফুলের সমারহে ছেয়ে
গেছে মাঠের শেষ প্রান্তে

 নীল আকাশে সময়ে অসময়ে
 সাদা মেঘ ভেসে আসে
 ছেয়ে যায় চারি দিকে

শরৎ এলেই প্রকৃতি সেজে ওঠে
আপন রং এর ছটায় 
অচেনা রূপে মন কেড়ে নেয়

মনের মাঝে তাই চেনা সুর
বেজে ওঠে এই তো 
আবার এলো শরৎ।।

উৎসব আর উল্লাসে ফেটে পড়া
নেই তো আজ নিষেধ বারণ 
মায়ের বকুনি চুলোয় যাক।।

Saturday, May 14, 2022

উৎসবের ইদ


 উৎসবের ঈদ

-শুভ জিত দত্ত


ঐ উঠেছে আকাশে চাঁদ

খুশির বার্তা নিয়ে

আনন্দে আজ আত্মহারা

মন বসে না কাজে


নামাজ শেষে মিলব সবাই 

নেই তো ছোট বড়

নিজের খাবার বিলিয়ে দিয়ে

ছড়িয়ে দেবো খুশি


থাকবো মেতে এই কটা দিন

নেই তো শাসন বারণ 

উৎসবের এই আমেজ টুকু

থাকুক বছর জুড়ে


এদিক ওদিক ঘোরাঘুরি

ইচ্ছে মতো খাওয়া

আনন্দের আজ কমতি কিসের

লাগলো হাওয়া ঈদের।।





আমার মুক্তি


 আমার মুক্তি

-শুভ জিত দত্ত


অবাক হয়ে চেয়ে দেখি

আর নিজেকে হারিয়ে ফেলি 

আমার মাঝে আমি কে আর

নাই বা খুঁজে পেলাম


তোমাকে দেখবো বলে শুধু

অপেক্ষার প্রহর গোনা

গুণতে গুণতে সময় গুলো

যাচ্ছে দিব্যি কেটে


তোমাকে দেখার নেশা যেন

আমাকে করেছে গ্রাস

পাগলমী আর উদাসীনতা 

এখন আমার অসুখ


যা ইচ্ছে ভাবতেই পারো 

আমাকে নিয়ে তুমি

শুধু একটু তোমাকে দেখার

সুযোগটি করে দিও


চাইবোনা আমি বেশি কিছু

বলবো না ভালোবাসি

তোমার দেখার সুযোগ পেলে

তাতেই আমার মুক্তি।।






প্রিয় তুমি


 প্রিয় তুমি

-শুভ জিত দত্ত

তোমার রূপে বাঁধা পড়ি

তাই বার বার চেয়ে থাকি

তোমার নামের মাঝে

নিজেকে জড়িয়ে ফেলি


খুব মিষ্টি স্বভাবের তুমি

মন যেন কেড়ে নাও

হারিয়ে যেতে হবে ঐ রূপে

কি আছে জাদু


শুধু বলতে পারি একটি

কথায় তুমি সেরা সবার 

তোমার সাথে কথা‌ বলতে

অপেক্ষার প্রহর গোনা


অপলক দৃষ্টিতে চেয়ে থাকা

তবু মন কেনো ভরে না

শুধু তোমার দেখবে বলে

দিন আর বছর চলে যায়।।


 

Tuesday, May 3, 2022



শরৎ প্রকৃতি

-শুভ জিত দত্ত


আকাশ জুড়ে সাদা মেঘে

মিলন মেলা বসে

কাশের বনে দোলা লাগে

মিষ্টি একটা রসে


মেঘের দলে সারি বেঁধে

উড়িয়ে নিয়ে আসে

মাঠের ধারে দিগন্ত জোড়া

দোলা লাগে কাশে


ঘাষের মাঝে শিশির বিন্দু

একটু করে জমে

শীতল হাওয়া বইতে থাকে

উষ্ণতা একটু কমে


এমন একটা রূপের ছটায়

ভুবন হঠাৎ সাজে 

কেমন একটা রঙিন হওয়া

লাগে মনের মাঝে।।











Saturday, April 23, 2022

 



সঙ্গী যখন পাখি

-শুভ জিত দত্ত পাখির দলে যুক্ত হলো পাশের বাড়ির রুমু, খেলার সাথী বলতে ওরা সঙ্গে থাকে মুমু। ওদের সাথে মিশে গিয়ে তালে তালে নাচা, সঙ্গী এখন ওরা সবাই তাদের সাথে বাঁচা। পড়া শুনা চুলোয় গেলো পাখির সাথে মাতা, সময় পেলে ওদের সাথে পাড়বো মিষ্টি আতা। খাবো সবাই মজা করে সাথে মিষ্টি আলু, খাবার সময় ছুটে আসে পোষা কুকুর কালু।

Wednesday, April 13, 2022

বৈশাখের জৌলুস

 বৈশাখের জৌলুস

-শুভ জিত দত্ত


চৈত্রের শেষে উৎসব মাঝে

নতুন বছর আসে ,

শোভা যাত্রা লাঠি খেলা

দেখি বৈশাখ মাসে।


নাগর দোলা ঢাকের বাদ্য

উৎসব লেগেই আছে,

বিশাল একটা মেলা বসে

বাড়ির একটু কাছে।


মন্ডা মিঠাই খাওয়ার তালে

সবাই মিলে মাতে,

বৃদ্ধ শিশু দাদু দিদু

অংশ নেবে তাতে।


জারি গানে সারি গানে

আসর থাকে জমে,

অনেক বছর হলো তবু

জৌলুস যায় নি কমে।।







Tuesday, April 12, 2022

কবিতা মন খারাপ

 মন খারাপ

-শুভ জিত দত্ত


মনের হঠাৎ রোগ হয়েছে

লাগে না কিছু ভালো

কোন কাজে মন বসে না

কি জানি কি হলো


কদিন আগেও ছিলাম ভালো

হঠাৎ উদ্ভব মন খারাপের

হাজারো কষ্ট মাথায় নিয়ে

দিন কি যায় ভালো



এতো কষ্টের মাঝেও আমি

কি করে থাকি ভালো

ধীরে ধীরে চেহারা যেন

হচ্ছে আমার কালো


উঠতে বসতে কষ্ট যেন

আমার শুধু ‌কাঁদায়

এতো কিছুর পরেও আমি

থাকি হাশি খুশি।।




Wednesday, April 6, 2022

বৈশাখের কবিতা


 বৈশাখ এলেই
শুভ জিত দত্ত


উৎসবের জোয়ার খুশির বারতা 

আসছে আবার বৈশাখ ,

মেলায় পসরা সাজিয়ে নিয়ে

আনন্দে মেতে ওঠা ।


পালা পার্বণ জৈষ্ঠ্য শেষে

বৈশাখের হাতছানি,

মণ্ডা মিঠাই হাঁড়ি পাতিল

কেনা কাটার ধুম।


নতুন সাজে গুছিয়ে নিয়ে

উৎসবে সামিল হওয়া,

মান অভিমানের গল্প গুলো

এবার ইতি টানা।


বাঙালির ভাঁজে ভাঁজে

বৈশাখ আছে মিশে,

উৎসবের গন্ধ পেলেই 

দৌড়ে ছুটে যাওয়া।।



Thursday, March 31, 2022

ছড়া কবিতা

 পেটুক বাঙালী

-শুভ জিত দত্ত


নানান নামে নানান পদে

রান্নার আছে বাহার

স্বাদের থেকে নামেই আছে

চলছে শুধু আহার


কসা মাংস মোরগ পোলাও

ইচ্ছে করে খেতে

উৎসব এলেই খাবার তালে

সবাই থাকে মেতে


রান্না ঘরে মায়ের হাতের

গন্ধ আসে ভেসে 

চেটে পুটে সাবার করি

খাচ্ছি একটু ঠেসে


এমন খাবার খেতে হলে

আসবে বিদেশ ছেড়ে

একটু তে কম পড়লে তোমার

খেতে হবে কেড়ে








Tuesday, March 22, 2022

 রূপের ছটা 

-শুভ জিত দত্ত


তোমার রুপের বর্ননা করা

আমার পক্ষে কঠিন

শুধু কবিতা লিখতে পারি

তবু পৃষ্ঠা ফুরাবে না


চোখের ইশারায় মাতাল করে

মন যে কেড়ে নেয়

কোনো মতে চোখ পড়লে

নিজেকে হারিয়ে ফেলি


লাল শাড়িতে তুমি যেন

মায়াবী কোন পরী 

স্বর্গীয় অপ্সরা হার মানবে

তোমার রূপের ছটায়


আমি কিবা লিখতে পারি

এমন সুন্দরের উপমা

শুধু চেয়ে থাকতে পারি

আমি অবাক হয়ে।।



Monday, March 21, 2022

 প্রথম দেখা

-শুভ জিত দত্ত


যেদিন তোমার প্রথম দেখি

নির্ঘুম কাটে রাত

সেদিন থেকে কল্পনা তে

শুধু ছিলে তুমি


ধ্যানে জ্ঞানে সবটা জুড়ে

দখল করে ছিলে

তাতেই আমি বিভোর হয়ে

নিজেকে হারিয়ে ফেলি


হঠাৎ নিজের ভেতর পরিবর্তন

টের পেতে থাকি

কি জানি কি হলো আমার

এমন হচ্ছে কেন


সকাল সন্ধ্যা দিন রাত্রি

ভাবনা জুড়ে তুমি

ভালো লাগার মানুষ আজ

সামনে চলে এলো।।

Saturday, March 19, 2022

 শান্তির খোঁজে

-শুভ জিত দত্ত


সারা বিশ্বে আজ যুদ্ধের নামে

চলছে প্রাণহানি

রাজনীতিতে হিংসার নামে 

জীবন নিয়ে খেলা


লাশের মিছিলে সামিল হচ্ছে

লাখো মানুষের ঢল

ক্ষমতার লোভে বড়াই করে

কেড়ে নিচ্ছে প্রাণ


শান্তি নামে বস্তু যেন

হঠাৎ করে নিখোঁজ

অশান্তির আগুনে জ্বলে পুড়ে

ছাই হয়েছে সবই


আবার কবে বিশ্ব মাঝে

শান্তি আসবে ফিরে

সেই দিন গুণতে গুণতে

দিন যাচ্ছে চলে।।

Thursday, March 3, 2022

কবিতা

স্বপ্নের পথ

শুভ জিত দত্ত


অনেক দিন সেই পথ ধরে

আর হাঁটা হয় না

কত স্মৃতি জড়িয়ে আছে

কোন মতেই ভোলার নয়


তবু কেন আজ অচেনা লাগে

চির চেনা সেই পথটি

কিছু সময়ের ব্যবধানে

কত স্মৃতি হারিয়ে যায়



কিছু রাগ আর অভিমান

জমেছিল এই পথ কে ঘিরে

তবু এই এখানে আমার

হাজারো স্বপ্ন বোনা


ঠিক ভাবিনি কখনো পথ যে

আমাকে সঠিক রাস্তা খুঁজে দেবে

স্বপ্নের মত মনে হয়েছিলো

পথের জাদুকরী বাস্তব চিত্রটি

Tuesday, February 1, 2022

 জমানো গল্প

-শুভ জিত দত্ত


যতই হারিয়ে যাওনা তুমি

ঠিক সময়ে ফিরে এসো

তোমার ছাড়া একলা আমি

মন বসে না কাজে


তোমার অপেক্ষা দীর্ঘ হলে

আমার গল্প এলোমেলো

তোমার জন্য রেখেছি আমি

জমিয়ে হাজার কথার বুলি


ভেবো না আমি ভুলে গেছি

রাত জেগে ভাবি শুধু 

কবে আবার সুযোগ পাবো

খানিক একটু কথা বলব


যখন তুমি সময় দেবে

তখন অধম হাজির হবে

ঠিক তখনই করবো শুরু

আমার মনের গল্প যত

Monday, January 17, 2022

ছড়া কবিতা

 বুড়ির ঘুড়ি

-শুভ জিত দত্ত

বাড়ির পাশে বনের ধারে

থাকতো আজব বুড়ি

সারা দিনে সময় পেলে

খেতো নাকি মুড়ি 


শোনা কথা তিনি নাকি

রাখতো কাছে নুড়ি 

তাতেই তিনি জাদু করে

পেতো নাকি মুড়ি


খাবার কষ্টে যেতো ছুটে

তিনি দিতেন তুড়ি

তাতেই সবার বস্তা বস্তা

জুটতো কতো মুড়ি


বুড়ির বাড়ি ছিলো নাকি

বিশাল একটা ঘুড়ি

সেটাই চড়ে এদিক ওদিক

ঘুরতো আজব বুড়ি


Saturday, January 1, 2022

গল্প

 অজানা ভয়ের রহস্য

শুভ জিত দত্ত

আমাদের গ্রামের ঠিক শেষ প্রান্তে একটা প্রাচীন মন্দির। মন্দিরের সাথেই একটা বিশাল বট গাছ , এই গাছটির বয়স অনুমান করাটাই বেশ কঠিন ব্যাপার । মন্দিরের জায়গাটা বেশ নির্জন তেমন আশে পাশে কোনো বাড়ি ঘরও নেই। অনেক রকম ভংঙ্কর কাহিনী কাহিনী প্রচলিত আছে এই এলাকাটি নিয়ে, তাই সন্ধ্যার পর কেউ সেখানে তেমন যায় না।যাই হোক আমাদের গ্রামটা অনেক ভালো।সারাটা বছর জুড়ে প্রায় উৎসব লেগেই থাকে।আমাদের পাড়ায় আমাদের যে গ্রæপ আছে তার লিডার সৌমেনদা। এলাকায় তার বেশ অনেক সুনাম আছে।শীতের পিকনিক বা এদিক ওদিক যাওয়া থেকে শুরু করে সব কিছুতেই তার একটা বড় ভূমিকা ।সামনেই শীতের ছুটি অনেক দিন কোথাও যাওয়া হয় না ,বিকালে তনুর সাথে দেখা আমাকে বলল শুক্রবার স্কুল ছুটি আছে ওই দিন পিকনিকের মিটিং আছে ঠিক সময়ে চলে আসবি সৌমেনদা থাকবে কিš‘।যাই হোক আমাদের মিটিং শেষে সিন্ধান্ত হলো এবার ট্রেনে চেপে একটু দূরেই যাবো।সেই বার পিকনিক শেষে ফেরার পথে আনেক রাত হয়ে গেল ।ট্রেন থেকে নামতেই সব যেন শুনশান কোথাও কেউ নেই , তবে সৌমেনদার ছিল অঢেল সাহস।দাদা বলল চল যে করেই হোক আজ বাড়ি যাব ,যেই কথা সেই কাজ রওনা হলাম বাড়ির পথে।একটু যেতেই পথেই সেই মন্দির ভয়ে যেন পা সড়ে না।অনেক আওয়াজ আর আলো আসছিলো শুনে মন হ”িছল কারা যেন খুব জোরে জোরে হাসছে ।তনু তখন বলে উঠল ওখানে যেই আত্মা গুলো থাকে তাদের কাজ।সবাই সিন্ধান্ত নিল স্টেশনে ফিওে যাওয়ার।তখন সৌমেনদা বলে ওঠলো আজ আত্মাদের দেখেই বাড়ি ফিরব আমি জানতাম দাদা অনেক সাহসী নিষেধ করলাম তবুও শুনলো না।সৌমেনদা বলল আমার সাথে কেউ জাবি নাকি আমি আর রতন সাহস করে এগিয়ে গেলাম সৌমেনদার সাথে, ঠিক ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে রইলাম কি আছে দেখার জন্য ।দেখি দশ থেকে বারো জনের একটা ডাকাত দল তারা সোনা ও টাকা পয়সা ভাগ করছে।আগেই বলে রাখা আমাদের গ্রামে বেশ কিছুদিন ধওে ডাকাতি হ”েছ। পুলিশ অনেক চেষ্টা করেও ওদের ধরতে পারছে না। এদের ধরা বেশ কষ্ট সাধ্য ব্যাপার মূলত কখন যে এরা কোথায় থাকে বোঝা কঠিন ব্যাপার।এরা সাধারন মানুষের মত ঘুরে বেড়ায় এদিক ওদিক তাই পুলিশ সহজে আঁচ করতে পারে না।তবে আমাদের একটা কাজ অনেক সহজ হয়ে গেল।কাল কোথায় তারা ডাকাতি আগে থেকে খবর পেয়ে গেলাম ,কিš‘ এবার আমাদের কিছু করতে হবে।আমাদের পক্ষে এত বড় গ্রæপকে ধরা প্রায় অসম্ভব ব্যাপার ।সৌমেনদা একটা বুদ্ধি আসলো ওই গ্রামের মানুষদের কাছে আগে থেকে জানানো হলো পরিকল্পনা ।পরদিন ঠিক সন্ধ্যা থেকে আমাদের প্র¯‘তি শুরু হলো।তখন ঠিক রাত ১টা বাজে ওরা এসেই আগে কি যেন স্প্রে করল তার ঠিক আধা ঘন্টা পর তাদের অভিযান শুরু করল। লক্ষ্য করলাম বাড়ির কেউ টের পেল না ।ঠিক ওরা বেরিয়ে যাবে এমন সময় পরিকল্পনা মত সংকেত দিল। আমরা চারিদিক থেকে ওদের ধরে ফেললাম যে যেমন পারলো মারলো ওদের খুব । থানার বড় বাবু রমেন রায় কে খবর দেওয়া ছিল উনিও ঠিক সময় মতো চলে এলেন ধরে বেঁধে ওদের নিয়ে গেলেন।পরদিন বড়বাবু সৌমেনদার সাহসের স্বীকৃতি স্বরূপ তাকে আমাদের গ্রæপের সবাই পুরস্কৃত করলেন । এমন অনেক ঘটনা আছে আমাদের সাথে সৌমেনদার তিনি অনেক সাহসের সাথে সেগুলো মোকাবিলা করেছে। 

কবিতা 

অপেক্ষা
শুভ জিত দত্ত
জানি দেখা হবে মাঝে শুধু
কিছু সময়ের ব্যবধান
তবু তোমার আমার ভেতর
কত যুগ না দেখা কষ্টের
পাহাড় জমে গেছে
যেদিন দেখা হবে ঠিক দেখো
জমানো যত কথা আছে
যতটা পারি বলবো তোমায়
আর নিজেকে হালকা করব
বহু কলের দেখি না তোমাকে
তাই হয়তো কথা গুলো
জমতে জমতে বিশাল এক
পাহাড় তৈরি হয়ে গেছে
তবে তোমার সাথে দেখা না
হলে হয় তো বা
কখনো এই আমার পূর্ণতা পাবে না
তোমাকে খুঁজতে খুঁজতে খুব
হয়রান হয়ে গেছি।।