নতুন জীবন
-শুভ জিত দত্ত
তোমার কথায় পেলাম আমি
নতুন পথের দিশা
হারিয়ে ফেলা পথ গুলো
আবার খুঁজে পাওয়া
ভুলে ভরা ছিল সবই
আমার যা ছিল জানা
স্বাধীনতা ভাবে বাঁচতে শেখা
তোমার কাছে জানা
ছন্নছাড়া ছিলাম আমি
হতাশার ডুবেছি
বদলে দিলে এই আমাকে
শুনিয়ে বাঁচার গল্প
এখন আমি জীবনকে আর
তুচ্ছ করে ভাবি না
তুমি ছিলে তুমি থেকো
বাঁচার গল্প হয়ে।।