মন খারাপ
-শুভ জিত দত্ত
মনের হঠাৎ রোগ হয়েছে
লাগে না কিছু ভালো
কোন কাজে মন বসে না
কি জানি কি হলো
কদিন আগেও ছিলাম ভালো
হঠাৎ উদ্ভব মন খারাপের
হাজারো কষ্ট মাথায় নিয়ে
দিন কি যায় ভালো
এতো কষ্টের মাঝেও আমি
কি করে থাকি ভালো
ধীরে ধীরে চেহারা যেন
হচ্ছে আমার কালো
উঠতে বসতে কষ্ট যেন
আমার শুধু কাঁদায়
এতো কিছুর পরেও আমি
থাকি হাশি খুশি।।
No comments:
Post a Comment