ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, April 6, 2022

বৈশাখের কবিতা


 বৈশাখ এলেই
শুভ জিত দত্ত


উৎসবের জোয়ার খুশির বারতা 

আসছে আবার বৈশাখ ,

মেলায় পসরা সাজিয়ে নিয়ে

আনন্দে মেতে ওঠা ।


পালা পার্বণ জৈষ্ঠ্য শেষে

বৈশাখের হাতছানি,

মণ্ডা মিঠাই হাঁড়ি পাতিল

কেনা কাটার ধুম।


নতুন সাজে গুছিয়ে নিয়ে

উৎসবে সামিল হওয়া,

মান অভিমানের গল্প গুলো

এবার ইতি টানা।


বাঙালির ভাঁজে ভাঁজে

বৈশাখ আছে মিশে,

উৎসবের গন্ধ পেলেই 

দৌড়ে ছুটে যাওয়া।।



No comments:

Post a Comment