শুভ জিত দত্ত
উৎসবের জোয়ার খুশির বারতা
আসছে আবার বৈশাখ ,
মেলায় পসরা সাজিয়ে নিয়ে
আনন্দে মেতে ওঠা ।
পালা পার্বণ জৈষ্ঠ্য শেষে
বৈশাখের হাতছানি,
মণ্ডা মিঠাই হাঁড়ি পাতিল
কেনা কাটার ধুম।
নতুন সাজে গুছিয়ে নিয়ে
উৎসবে সামিল হওয়া,
মান অভিমানের গল্প গুলো
এবার ইতি টানা।
বাঙালির ভাঁজে ভাঁজে
বৈশাখ আছে মিশে,
উৎসবের গন্ধ পেলেই
দৌড়ে ছুটে যাওয়া।।
No comments:
Post a Comment