Thursday, March 31, 2022

ছড়া কবিতা

 পেটুক বাঙালী

-শুভ জিত দত্ত


নানান নামে নানান পদে

রান্নার আছে বাহার

স্বাদের থেকে নামেই আছে

চলছে শুধু আহার


কসা মাংস মোরগ পোলাও

ইচ্ছে করে খেতে

উৎসব এলেই খাবার তালে

সবাই থাকে মেতে


রান্না ঘরে মায়ের হাতের

গন্ধ আসে ভেসে 

চেটে পুটে সাবার করি

খাচ্ছি একটু ঠেসে


এমন খাবার খেতে হলে

আসবে বিদেশ ছেড়ে

একটু তে কম পড়লে তোমার

খেতে হবে কেড়ে








No comments:

Post a Comment