ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, March 19, 2022

 শান্তির খোঁজে

-শুভ জিত দত্ত


সারা বিশ্বে আজ যুদ্ধের নামে

চলছে প্রাণহানি

রাজনীতিতে হিংসার নামে 

জীবন নিয়ে খেলা


লাশের মিছিলে সামিল হচ্ছে

লাখো মানুষের ঢল

ক্ষমতার লোভে বড়াই করে

কেড়ে নিচ্ছে প্রাণ


শান্তি নামে বস্তু যেন

হঠাৎ করে নিখোঁজ

অশান্তির আগুনে জ্বলে পুড়ে

ছাই হয়েছে সবই


আবার কবে বিশ্ব মাঝে

শান্তি আসবে ফিরে

সেই দিন গুণতে গুণতে

দিন যাচ্ছে চলে।।

No comments:

Post a Comment