ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, March 22, 2022

 রূপের ছটা 

-শুভ জিত দত্ত


তোমার রুপের বর্ননা করা

আমার পক্ষে কঠিন

শুধু কবিতা লিখতে পারি

তবু পৃষ্ঠা ফুরাবে না


চোখের ইশারায় মাতাল করে

মন যে কেড়ে নেয়

কোনো মতে চোখ পড়লে

নিজেকে হারিয়ে ফেলি


লাল শাড়িতে তুমি যেন

মায়াবী কোন পরী 

স্বর্গীয় অপ্সরা হার মানবে

তোমার রূপের ছটায়


আমি কিবা লিখতে পারি

এমন সুন্দরের উপমা

শুধু চেয়ে থাকতে পারি

আমি অবাক হয়ে।।



No comments:

Post a Comment