প্রথম দেখা
-শুভ জিত দত্ত
যেদিন তোমার প্রথম দেখি
নির্ঘুম কাটে রাত
সেদিন থেকে কল্পনা তে
শুধু ছিলে তুমি
ধ্যানে জ্ঞানে সবটা জুড়ে
দখল করে ছিলে
তাতেই আমি বিভোর হয়ে
নিজেকে হারিয়ে ফেলি
হঠাৎ নিজের ভেতর পরিবর্তন
টের পেতে থাকি
কি জানি কি হলো আমার
এমন হচ্ছে কেন
সকাল সন্ধ্যা দিন রাত্রি
ভাবনা জুড়ে তুমি
ভালো লাগার মানুষ আজ
সামনে চলে এলো।।
No comments:
Post a Comment