স্বপ্নের পথ
শুভ জিত দত্ত
অনেক দিন সেই পথ ধরে
আর হাঁটা হয় না
কত স্মৃতি জড়িয়ে আছে
কোন মতেই ভোলার নয়
তবু কেন আজ অচেনা লাগে
চির চেনা সেই পথটি
কিছু সময়ের ব্যবধানে
কত স্মৃতি হারিয়ে যায়
কিছু রাগ আর অভিমান
জমেছিল এই পথ কে ঘিরে
তবু এই এখানে আমার
হাজারো স্বপ্ন বোনা
ঠিক ভাবিনি কখনো পথ যে
আমাকে সঠিক রাস্তা খুঁজে দেবে
স্বপ্নের মত মনে হয়েছিলো
পথের জাদুকরী বাস্তব চিত্রটি
No comments:
Post a Comment