বৈশাখের জৌলুস
-শুভ জিত দত্ত
চৈত্রের শেষে উৎসব মাঝে
নতুন বছর আসে ,
শোভা যাত্রা লাঠি খেলা
দেখি বৈশাখ মাসে।
নাগর দোলা ঢাকের বাদ্য
উৎসব লেগেই আছে,
বিশাল একটা মেলা বসে
বাড়ির একটু কাছে।
মন্ডা মিঠাই খাওয়ার তালে
সবাই মিলে মাতে,
বৃদ্ধ শিশু দাদু দিদু
অংশ নেবে তাতে।
জারি গানে সারি গানে
আসর থাকে জমে,
অনেক বছর হলো তবু
জৌলুস যায় নি কমে।।
No comments:
Post a Comment