ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, October 14, 2022

কবিতা - বৃদ্ধাশ্রমের দরজা

বৃদ্ধাশ্রমের দরজা

-শুভ জিত দত্ত 


ভাই আজ ভাইয়ের ‌সাথে

দিনরাত্রি করছে হানাহানি

বাবা মার আহার জোটে

কটু কথা শুনে


মা বাবা‌র জায়গা এখন

হয়না ছেলের ঘরে

বৌমা এসে দক্ষল করে

মায়ের কোলের ছেলে


দুদিন পর ঘরছাড়া হয়

বৃদ্ধাশ্রম শেষ ঠিকানা

শ্বশুর বাড়ির লোক গুলো 

তখন আপন হবে


যদিও থাকার সুযোগ হয়

ঘরের এক কোণে

ঝি এর মতো খাটতে খাটতে

জীবন প্রদীপ নেভে


বৃদ্ধাশ্রমের দরজা একদিন

ঠিকই বন্ধ হবে

বৌমা শ্বাশুড়ি দ্বন্দ্ব কিন্তু 

একদিন ঘুচে যাবে।।










No comments:

Post a Comment