ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, October 24, 2022

 দূর প্রবাসে

-শুভ জিত দত্ত 

বন্ধু তবে এলেই যখন

থেকে যেও কদিন

আবার গেলে আসবে কবে

তার ঠিকানা নেই


দূর দেশে কখনও কি

আমাদের মনে পড়ে

নাকি সারাদিন শুধু নিজেকে

কাজের মধ্যে ডুবিয়ে রাখো


আমরা কিন্তু বন্ধু তোমার

ফোনের আশায় থাকি

দূর প্রবাসে কেমন আছো

ব্যাকুল হয়ে থাকা


শত কাজের ব্যস্ততার মাঝে 

খোঁজ খবর রেখো

নইলে কিন্তু সম্পর্কের বন্ধন

নিমিষেই মুছে যাবে।।




No comments:

Post a Comment