Tuesday, October 11, 2022

কবিতা

 সুখের সন্ধানে

-শুভ জিত দত্ত

তোমার আকাশ বাঁধন ছাড়া 

মেঘের মতো ভেসে থাকি 

আর রাত দুপুরে স্বপ্ন উড়ায় 


জমতে থাকা কষ্ট গুলো

মনের অজান্তে ঝড়ে পড়ে

চোখের জল বৃষ্টি হয়ে


সুখের দেখা পেলেই কখন

দুঃখের কালো মেঘ গুলো

হঠাৎ কখন সড়ে যায়


কখন তোমার মনের অন্তরালে

ভেসে আসে সাদা মেঘ

সুখের স্মৃতি সাথে নিয়ে ।।

No comments:

Post a Comment