ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, October 30, 2022

প্রার্থনা

 ভগবান তোমার চরণে 

ঠাঁই দিও মোরে

একটু দিও‌ আশ্রয় 

তোমা‌ ছাড়া এই জগতে বলো‌

কে আছে বলো

সুখ দুঃখের ভাগিদার হয়ে

থেকো জনম ভর

মানুষ জনম দিলেই তবে

পাপের ভার থেকে তুমি

মুক্তি দিও আমায় 

এতো শোক তাপ কষ্ট গুলো

কি করে সইবো আমি।

ভালোর দিকে আলোর‌ পথে

দেখিও সদা তুমি 

তোমার আশির্বাদ ছাড়া 

এই জগতে কি আমি

চলার ক্ষমতা রাখি

শুভ আশিস দিও তুমি

সারা জনম ভর


সাংসার আমার বৃথা যাবে

তোমাকে না পেলে 

ভগবান সবই দেখ

তবে কষ্ট কেন দাও সদা

এতো কষ্ট দিলেই যখন

সহ্য করার ক্ষমতা দিও

হেসে খেলে কাটাবো আমি

তোমার নাম গানে

যদি তুমি আমার একটু 

ভালো থাকার সুযোগ করে দিও


প্রার্থনা 

-শুভ জিত দত্ত 



No comments:

Post a Comment