ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, November 18, 2022

কবিতা

 কাছে‌ পাওয়ার আকুলতা

শুভ জিত দত্ত


তোমাকে খুঁজতে খুঁজতে

আজ বড় ক্লান্ত

বছরের পর বছর 

কখন‌ যে যুগ কেটে গেল

শুধু অধরায় রইলে তুমি


মনের কোণে আঁকা ছবি

তার দেখার আকুলতা

শুধু স্বপ্নেই আসো

খেয়াল খুশি মতো

শুধু বাস্তবে হলো না দেখা


আর এই নিয়ে দিন গোনা 

তুমি আসবে হঠাৎ

কোন এক বসন্তে 

সেদিন আমার হাজারো স্বপ্ন

এক নিমিষেই পূরণ হবে।।



No comments:

Post a Comment