কাছে পাওয়ার আকুলতা
শুভ জিত দত্ত
তোমাকে খুঁজতে খুঁজতে
আজ বড় ক্লান্ত
বছরের পর বছর
কখন যে যুগ কেটে গেল
শুধু অধরায় রইলে তুমি
মনের কোণে আঁকা ছবি
তার দেখার আকুলতা
শুধু স্বপ্নেই আসো
খেয়াল খুশি মতো
শুধু বাস্তবে হলো না দেখা
আর এই নিয়ে দিন গোনা
তুমি আসবে হঠাৎ
কোন এক বসন্তে
সেদিন আমার হাজারো স্বপ্ন
এক নিমিষেই পূরণ হবে।।
No comments:
Post a Comment