ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, November 28, 2022

মায়াবী চোখ 

- শুভ জিত দত্ত 


তুমি যে বসন্তের স্নিগ্ধ সকালে

দেখা সুন্দরের প্রতিচ্ছবি

তোমার মুখে যেন ফুটে ওঠে 

অপরূপ সৌন্দর্যের মহিমা


বিমোহিত হতে হয় কেন জানি

ঐ মায়াবী চোখে

মন কেড়ে নেয় বারে বারে

ঢেউ খেলানো চুলে


অনাবিল সৌন্দর্যের অপেক্ষায় 

অবাক চোখে চেয়ে থাকা

কখন তুমি আসবে আবার 

আমার বাড়ির এ পথ ধরে


চেয়ে থাকা আর কলমের খোঁচায়

তোমাকে নিয়ে লেখা

শুধু পৃষ্ঠা ফুরিয়ে যায়

তবু হয় না লেখা শেষ 


কোন উপমার বাঁধি তোমায়

সাধ্য কি আছে আমার 

মন মানে না লিখেই চলি

শুধু তোমাকে নিয়ে।।







No comments:

Post a Comment