ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, October 30, 2022

কবিতা বন্ধ হোক যুদ্ধ

 


বন্ধ হোক যুদ্ধ

-শুভ জিত দত্ত


যুদ্ধের নামে সহিংসতা

বাড়ছে শুধু দেনা

মহা মূল্যবান তাজা প্রাণ 

যায় কি কখনো কেনা


যুদ্ধের আসর থেকে 

গুলির শব্দ আসে 

প্রতিটা দিন কাটছে যেন

ভয়ানক এক ত্রাসে


এই মরণ দশার মাঝে

করবে কে বা ত্রাণ

বুলেট এসে প্রতিনিয়ত

কাড়ছে তাজা প্রাণ


অস্ত্র নিয়ে ঝনঝনানি

আবার কবে থামবে

একদিন ঠিকই দ্বন্দ্ব ভুলে  

বন্ধুত্বের বন্ধনে বাঁধবে।।




No comments:

Post a Comment