ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, October 17, 2022

বন্ধুত্বের স্মৃতি

 প্রিয় বন্ধু 

-শুভ জিত দত্ত


বিপদ এলেই এক নিমিষেই 

ছুটে আসে কাছে

চাওয়া পাওয়া হীন উদ্দেশ্যে

আপন করে নেওয়া


 খারাপ লাগার দিন গুলোতে

তোরা থাকিস পাশে

গল্প আড্ডায় ভুলেই যেতাম

মন খারাপের কারণ


তোদের সাথে পাড়ি দিতাম

দুর্গম কোনো পথে

বন্ধু থাকলে ভয়ের কথা

মাথায় কি আর আসে


বের হতাম দূরের পথে

তোদের সাথে নিয়ে

ব্যস্ততা কে ছুটি দিয়ে

হারিয়ে যেতাম কদিন



ভুলেই যেতাম খাওয়া কথা

হাসি গানের মাঝে

সারা জীবন থাকিস তোরা 

সুখের স্মৃতি হয়ে।।

No comments:

Post a Comment