আমার মুক্তি
-শুভ জিত দত্ত
অবাক হয়ে চেয়ে দেখি
আর নিজেকে হারিয়ে ফেলি
আমার মাঝে আমি কে আর
নাই বা খুঁজে পেলাম
তোমাকে দেখবো বলে শুধু
অপেক্ষার প্রহর গোনা
গুণতে গুণতে সময় গুলো
যাচ্ছে দিব্যি কেটে
তোমাকে দেখার নেশা যেন
আমাকে করেছে গ্রাস
পাগলমী আর উদাসীনতা
এখন আমার অসুখ
যা ইচ্ছে ভাবতেই পারো
আমাকে নিয়ে তুমি
শুধু একটু তোমাকে দেখার
সুযোগটি করে দিও
চাইবোনা আমি বেশি কিছু
বলবো না ভালোবাসি
তোমার দেখার সুযোগ পেলে
তাতেই আমার মুক্তি।।
No comments:
Post a Comment