ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, May 3, 2022



শরৎ প্রকৃতি

-শুভ জিত দত্ত


আকাশ জুড়ে সাদা মেঘে

মিলন মেলা বসে

কাশের বনে দোলা লাগে

মিষ্টি একটা রসে


মেঘের দলে সারি বেঁধে

উড়িয়ে নিয়ে আসে

মাঠের ধারে দিগন্ত জোড়া

দোলা লাগে কাশে


ঘাষের মাঝে শিশির বিন্দু

একটু করে জমে

শীতল হাওয়া বইতে থাকে

উষ্ণতা একটু কমে


এমন একটা রূপের ছটায়

ভুবন হঠাৎ সাজে 

কেমন একটা রঙিন হওয়া

লাগে মনের মাঝে।।











No comments:

Post a Comment