প্রিয় তুমি
-শুভ জিত দত্ত
তোমার রূপে বাঁধা পড়ি
তাই বার বার চেয়ে থাকি
তোমার নামের মাঝে
নিজেকে জড়িয়ে ফেলি
খুব মিষ্টি স্বভাবের তুমি
মন যেন কেড়ে নাও
হারিয়ে যেতে হবে ঐ রূপে
কি আছে জাদু
শুধু বলতে পারি একটি
কথায় তুমি সেরা সবার
তোমার সাথে কথা বলতে
অপেক্ষার প্রহর গোনা
অপলক দৃষ্টিতে চেয়ে থাকা
তবু মন কেনো ভরে না
শুধু তোমার দেখবে বলে
দিন আর বছর চলে যায়।।
No comments:
Post a Comment