ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, September 11, 2022

শরৎ এর কবিতা

 শরৎ এর স্মৃতি
-শুভ জিত দত্ত

কাশফুলের সমারোহে তোমাকে নিয়ে
কাটানো অজস্র স্মৃতি ভেসে আসে
মনের মাঝে এই বুঝি শরৎ এলো

সেদিন নীল আকাশে সাদা মেঘেরভীর 
জমানো দেখতে দেখতে সময় কখন 
ফুরিয়ে যেত তার পর ঘরে ফেরা

উৎসবের দিন গুলোতে রঙিন সাজে
তোমাকে দেখা নতুন রূপে এ যেন
এক নতুন তুমি সাদা শাড়ি লাল পাড় 

বছর ঘুরে উৎসব আসে সবাই মাতে
যে যার মতো শুধু তুমি ছাড়া সব 
কিছুই আমার কাছে অসম্পূর্ণই থাকে

না ফেরার দেশে তোমার দেখানো পথে
একদিন আমিও জমাবো পাড়ি সেই দিন
কথা হবে নিয়ে এক রাশ কথার পাহাড়।।



No comments:

Post a Comment