টাকার খেলা
-শুভ জিত দত্ত
মানুষ গুলো কেমন যেন
হচ্ছে বড্ড লোভী
টাকার পিছে ছোটে খালি
হারাচ্ছে মানবিকতা
লোভের মোহে করছে খুন
দিন দুপুরে ডাকাতি
জীবন নিতে এদের যেন
মুড়ি মুড়কির খেলা
টাকা ছাড়া ফাইল টা যেন
টেবিল থেকে সড়ে না
এই হচ্ছে অফিস এখন
সব তো টাকার খেলা
অর্থ দিয়ে মানুষ বিচার
করছে আজ ওরা
ভুলে গেছে সবাই মোরা
রক্ত মাংসে গড়া
No comments:
Post a Comment