শরৎ এর রূপ
-শুভ জিত দত্ত
নীল আকাশে বসেছে আজ
সাদা মেঘের ভেলা
শস্য জোড়া মাঠে এলেই
চোখ জুড়িয়ে আসে
হিমেল হাওয়া দোলা লাগে
দিগন্তের কাশ ফুলে
প্রাণ জুড়ানো গন্ধ ভাসে
মন মজেছে তাতেই
শিশিরে ফোঁটা ঘাসের ফাঁকে
সূর্যের আলো পড়ে
শিউলি ফুলের মালা গেঁথে
প্রকৃত সেজে ওঠে
শরৎ এলেই চেনা রূপ
মনের মাঝে আঁকা
চেনা ছবি ভেসে আসে
হাজারো
স্মৃতির মাঝে।।
No comments:
Post a Comment