ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, August 24, 2022

পূজোর কবিতা

 পূজোর ক্ষণ

শুভ জিত দত্ত


আসছে পূজা বছর ঘুরে

মন বসে না কাজে,

নিজেকে তাই মেলে ধরা 

নতুন কোনো সাজে।


ব্যস্ত থাকা এই কটা দিন

পূজোর অনেক কাজে,

ঐ শোনা যায় ও দিক হতে

ঢাকের বাদ্যি বাজে।


দেখতে দেখতে চলেই এলো

প্রহর গোনার পালা,

দেখেছি সেই মায়ের গালায়

রাঙা জবার মালা।


সময় কখন ফুরিয়ে গেল

বুঝে ওঠার আগেই

এখন আবার নতুন করে

ফিরতে হবে কাজেই।।


No comments:

Post a Comment