ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, August 2, 2022

অপেক্ষার প্রহর


অপেক্ষার প্রহর

-শুভ জিত দত্ত-


আসছে ভেসে খুশির হাওয়া 

মনের মাঝে  লাগলো দোলা

উৎসব মানেই মেতে ওঠা

হলাম না হয় বাঁধন হারা


একটা বছরের অপেক্ষার

প্রহর গুনা শেষ হলেই

নিজেকে যেন মেলে ধরা

অন্য কোন নতুন সাজে


হৈ হুল্লোড়ে কাটবে কদিন

দেখতে দেখতে ফুরিয়ে যাবে

ফিরতে হবে কাজের খোঁজে

কর্ম ব্যস্ত কাটবে আবার


অপেক্ষার পালা হৃদয় মাঝে

বার বার ফিরে আসে

উৎসব তাই মনের খেয়ালে

বছর জুড়েই লেগে থাকে।।

No comments:

Post a Comment