ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, August 1, 2022

কবিতা

মনের মেঘ
-শুভ জিত দত্ত

যেখানে মেঘের আনাগোনায়
মুখরিত হয়ে ওঠে
প্রতিদিনের এর স্বপ্নের মতো
জমা হতে থাকে

কোন মেঘ দিশা হারিয়ে ফেলে
ছুটে চলে অজানায়
কিছু স্বপ্ন পূরণ হলে কিছু থাকে
সব সময় অধরা 

জীবন আর আকাশের মেঘ
কত দিনের সম্পর্ক
দুজনের মনের মাঝে কষ্টের
কালচে মেঘ জমে

সময় অসময়ে ঠিক ঝরে যায়
নিজেকে হালকা করে
চোখের জল অথবা বৃষ্টি হয়ে
একটু সুখের খোঁজে।।মনের মেঘ
-শুভ জিত দত্ত

যেখানে মেঘের আনাগোনায়
মুখরিত হয়ে ওঠে
প্রতিদিনের এর স্বপ্নের মতো
জমা হতে থাকে

কোন মেঘ দিশা হারিয়ে ফেলে
ছুটে চলে অজানায়
কিছু স্বপ্ন পূরণ হলে কিছু থাকে
সব সময় অধরা 

জীবন আর আকাশের মেঘ
কত দিনের সম্পর্ক
দুজনের মনের মাঝে কষ্টের
কালচে মেঘ জমে

সময় অসময়ে ঠিক ঝরে যায়
নিজেকে হালকা করে
চোখের জল অথবা বৃষ্টি হয়ে
একটু সুখের খোঁজে।।

No comments:

Post a Comment