ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, August 9, 2020

 


"ভাত খাবনা"


--শুভ জিত দত্ত


যত বায়না ভাতের সাথে

কত রকম অজুহাত,

নানা রকম বাহানা শেষে

খোকা হয় কাত।

ভাত খেতে খাটনি বেশি

তাই সে খাবেনা,

ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে

মা হাল ছাড়েনা ।

নিত্য নতুন কাহিনী শুনে

যদি খেতে চায়,

কোন কিছুতে ভোলে না

শুধু ছুটে যায়।

খোকা খালি হেসে বলে

ভাত আমি খাবনা,

মা তাই রেগে বলে

পার্কে নিয়ে যাবনা।

খাওয়া নিয়ে ঝগড়া টা

চলছে বহু কাল,

খোকা তাই না খেয়ে

হচ্ছে বেহাল।

No comments:

Post a Comment