"জামাই বাবু"
-শুভ জিত দত্ত
দাদা বাবু সেজে গুজে
যাবে বিয়ে করতে,
সারা পাড়া ঘুরে ঘুরে
কিছু মানুষ বলতে।
যেতে রাজি হয়না বলে
বাড়ি বয়ে ডাকতে,
সহজে রাজি হলো নাতো
গরুর গড়ি চড়তে।
শালা শালী যুক্তি করে
কাছা এবার খুলবে,
এটে নিয়ে বুদ্ধি খানি
সফল করে ফেলবে।
খাওয়া দাওয়া দেখে শুনে
করে দাদা বাবু,
শালীর হাতের শরবত খেয়ে
বাবু হয় কাবু।
এদিক ওদিক দেখে শুনে
তিনি সুযোগ খোঁজে,
দৌড় মারে শেষে এসে
কাছা খানি গুঁজে।।
No comments:
Post a Comment