ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, August 29, 2020


 

"এলো ফিরে খোকা"

-শুভ জিত দত্ত



খোকা এলো শহর থেকে

সঙ্গে নিয়ে গাড়ি,

অমনি দেখতে ছুটে আসে

বাড়ি ঘর ছাড়ি।

অবাক হয়ে চেয়ে থাকে

নতুন গাড়ির পানে ,

এদিক ওদিক চড়বে খোকা

চেপে নতুন যানে‌।

মায়ের স্বপ্ন পূরণ করে

এলো বাড়ি ফিরে,

আশে পাশের মানুষ গুলো

সবাই ধরলো ঘিরে।

কতো কিছু আনলো খোকা

নিয়ে মায়ের শাড়ি,

সবাই বলে ঢাকায় নাকি

টাকা কাড়ি কাড়ি।

খোকা আবার যাবে ঢাকা

ফিরবে সময় হলে,

সামনে পড়ে করলে সুনাম

খোকা যায় গলে।।

No comments:

Post a Comment