ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, August 27, 2020

কবিতা

কবিতা 



"বাঘের স্বপ্ন"

-শুভ জিত দত্ত


বাঘ আবার নতুন করে

রাজা হবে ভাবে,

গদি একবার পেয়ে গেলে

অনেক খাবার খাবে।

বানের পশু তার কথায়

উঠবে আবার বসবে,

যখন একটু করবে আগ্গা

শুনলেই ছুটে আসবে।

সেরা খাবার তাহার জন্যে

করবে ওরা তৈরি,

ছাতি নিয়ে থাকবে ওরা

আকাশ যখন বৈরি।

সিংহ তখন আমার গোলাম

আমি যখন রাজা,

ছোট্ট একটু ভুলের জন্য

দেবো অনেক সাজা।

হাতির পিঠে চড়বো আমি

যখন রাজ্য ঘুরবো,

আন্যায় যখন করবে ওরা

তাদের জেলে পুরবো।।



No comments:

Post a Comment