"হারিয়ে যাওয়া"
-শুভ জিত দত্ত
হঠাৎ করে রাগলে পরে
তোমায় লাগে ভালো,
খানিক বাদে বায়না ধরো
ঘুরে আসি চলো।
জলনা দিয়ে অবাক হয়ে
আকাশ চেয়ে দেখো,
সোনা রোদের হাসি টুকু
গায়ে একটু মেখো।
ছাদের কোনে মনে মনে
যখন গান গাইতে,
সারা দিনের ক্লান্তি শেষে
ভুলে যেতে খাইতে।
আমায় সাথে চলতে যখন
উদাস হয়ে থাকতে,
মনের কোণে হঠাৎ তুমি
কিছু ছবি আঁকতে।
আড়াল থেকে চেয়ে থাকি
তখন তুমি রাঁধতে,
তোমার চুলের পরশ নিতাম
যখন তুমি বাঁধতে।।
No comments:
Post a Comment