"প্রিয় নাদুকাকা"
-শুভ জিত দত্ত
নাদু কাকা দেখতে মোটা
চেহারা খানি বেশ,
মাথা ভরা আছে তাহার
অনেক ঘন কেশ।
কথার ঝুলি সঙ্গে রাখেন
বলেন মাঝে সাজে,
শুরু করলে কথার বুলি
থামে কোনো কাজে।
তাহার আছে অনেক সুনাম
যদি যায় খেতে,
এদিকে সেদিক ঘুরে ঘুরে
থাকেন তিনি মেতে।
বিরক্ত হলে কারো উপর
তিনি রেগে যেতেন,
কোথাও কোনো কিছু হলে
দাওয়াত তিনি পেতেন।
রাগ করে তিনি আবার
গোমরা মুখে থাকেন,
একটু পরে ভুলে গিয়ে
তাকেই আবার ডাকেন।।
No comments:
Post a Comment