ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, August 1, 2020


রেললাইনের পথে
--শুভ জিত দত্ত

রেল লাইনের মানুষ গুলো
দেখতে সহজ সরল,
ওদের মনে নেইতো কোন
তোদের মত গরল।

কখনো আবার খিদের জ্বালায়
ধুঁকতে ধুঁকতে মরে,
কেউ দেখেনা দুচোখ মেলে
আছে ওরা অনাহারে।

তারা খাবার নষ্ট করে
দেয় ফেলে ডাষ্টবিনে,
একটু দিলেই ওদের মন
যায়যে ফেলা কিনে।

বাধ্য হয়ে যায় যেছুটে
ঘৃণ্য পথের দিকে,
জরিয়ে পড়ে নানা কাজে
যেতে হয় চোদ্দশিকে ।।



No comments:

Post a Comment